রাজধানীর লালবাগ, হাজী সেলিমের বাড়িতে অভিযান, বিলাসবহুল ৬ টি গাড়ি উদ্ধার,
নিউজ:-দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন।
নিউজ;শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা বিভাগের বূরো চীফ।
রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুরে দায়রা শরীফ আবাসিক এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন গুলশাননারা মাসুদা টাওয়ারে অভিযান চালিয়ে কোটি টাকার মূল্য ৬ টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে যৌথ বাহিনী, রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর আজিমপুর ক্যাম -৪৬ ব্রিগেড (অজেয় চার)নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালবাগ থানা পুলিশ,
গুলশানারা মাসুদা টাওয়ারের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে গাড়িগুলো উদ্ধার করা হয়,
জানা গেছে, ১২ তলা বিশিষ্ট ভবনটির নিচতলায় বিশেষভাবে টিনশেড দিয়ে ঘেরা একটি আলাদা রুম তৈরি করা হয়েছিল, সেখানে কয়েক কোটি টাকা দামের গাড়িগুলো লুকিয়ে রাখা হয়,
উদ্ধার হাওয়া গাড়িগুলো তালিকা সূত্রে পাওয়া গেছে, এর মধ্য রয়েছে -দুইটি বিএমডব্লিউ, যার একটি সাদা ও অন্যটি লাল রংয়ের, এছাড়া একটি কালো রঙ্গের নিশান পেট্রোল একটি সাদা প্রোটন প্রাইভেট কার, একটি সাদা টয়োটা আইএসটি এবং একটি লাল রঙের টয়োটা রাস জিপ গাড়ি,
অভিযানের সময় গাড়ি গুলোর বৈধ কাগজপত্র ভবনের দায়িত্বে থাকা ম্যানেজার দেখাতে পারেননি, এমনকি কেন আলাদা রুমে টিনশেড দিয়ে গাড়িগুলো লুকিয়ে রাখা হয়েছিল, সে বিষয়ে ও তিনি কোন সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন,
যৌথ বাহিনীর এক কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এ অভিযান চালান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া এসব বিলাসবহুল গাড়ি সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা হাজী সেলিম ব্যবহার করতেন, তবে গাড়িগুলোর প্রকৃত মালিকানা এখনো নিশ্চিন্ত হওয়া যায়নি,
অভিযান শেষে গাড়িগুলো জব্দ করা হয় এবং ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদে জন্য আজিমপুর আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়,