খুলনা ফুলতলা সাদিকুল হত্যা মামলার ১২ আসামি কারাগারে,
শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা ফুলতলা,
খুলনার ফুলতলা থানায় আলোচিত গাজী সাদিকুল ইসলাম হত্যা মামলার ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত, সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত, এর আগে সকালে আত্মসমর্থনের উদ্দেশ্য একটি গাড়িযোগে আদালতে যাচ্ছিলেন মামলার আসামিরা, কিন্তু গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা নগরীর ডাকবাংলা মোড় থেকে তাদের গ্রেপ্তার করেন, পরে তাদের ফুলতলা থানায় হস্তান্তর করা হয়,
গ্রেফতার হওয়া আসামিরা হলেন –মোঃ হাবিবুর রহমান, গাজী (৩৪)মোহাম্মদ তৈয়েবুর রহমান (২৮)মোঃ আসলাম বিশ্বাস( ৫০)মোহাম্মদ আসিফ বিশ্বাস (২৩)মোহাম্মদ সজীব বিশ্বাস( ২০)মোহাম্মদ ইমামুল বিশ্বাস (২৩)ভেবেকা খাতুন( ৬৫)সুমাইয়া বেগম( ২৮) তাবাসসুম হুরা( ২৫)রওশন বেগম (৪২)মোঃ শাহাদাত জুমাদ্দার( ৪৭)এবং মো শাাহ আলম( ৩৪)