সময় বড় নিষ্ঠুর ক্ষমতা কখনোই চিরস্থায়িত্ব নয়।
শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা ফুলতলা,
নিউজ:দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন।
সবার জন্য, সময় বড় নিষ্ঠুর, এক সময় যিনি ছিলেন,ক্ষমতার শিষে যার, এক ইশারায় বদলে যেত অসংখ্য মানুষের ভাগ্য -সেই সাবেক মন্ত্রী, তোফায়েল আহমেদ আজ নিঃসঙ্গ,
অবহেলিত যাদের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন,
আত্মীয়-স্বজন আর সুবিধাভোগী নেতাকর্মীরা আজ নেই তার আশেপাশে, ক্ষমতার আলো নিভে গেলে চারপাশের ভিড়ও যেন মিলিয়ে যায়, রেখে যায় কেবল শূন্যতা আর স্মৃতির ভার,,
এ দৃশ্য শুধু তোফায়েল আহমেদর নয়, এটি একটি নির্মম বাস্তবতা, ক্ষমতা, অর্থ আর প্রভাব হয়তো সামরিক আনন্দ দেয়, কিন্তু এগুলো কখনো স্থায়ী নয়, আমরা মানুষ ভুলে যায়, ভিড় সরে যায় -কিন্তু একসময়কার অহংকার তখনই চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দেয় কতটা ক্ষণস্থায়ী ছিল সব,
বর্তমান ও ভবিষ্যতের নেতাদের জন্য এটি বড় শিক্ষা, -ক্ষমতা মানুষকে শ্রদ্ধেয় করে না , চরিত্রই করে, পদ-- পদবী চলে যায়, কিন্তু মানুষের ভালোবাসা থেকে যায়, তাই আজ যারা ক্ষমতার মঞ্চে আছেন, তাদের মনে রাখা উচিত,
তোফায়েল আহমেদের বর্তমান অবস্থা আমাদের জন্য-- আয়না
যাতে আমরা নিজেদের ভবিষ্যৎ দেখতে পারি,
(এটাই বাস্তবতা)
কাউকে ছোট করার জন্য, এই লেখাটুকু নয়, শুধু মনে রাখার জন্য,