সনাতনী জোটের বিবৃতি
জাতিসংঘের সহায়তা কামনা।নতুন কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক।
প্রকাশ: ১০ ডিসেম্বর।২০২৪/
ফলো করুন। দৈনিক আমাদের দেশের খবর।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর হলে তাঁকে কারাগারে নেওয়ার সময় প্রিজনভ্যান আটকে বিক্ষোভ করেন তাঁর অনুসারীরা
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর হলে তাঁকে কারাগারে নেওয়ার সময় প্রিজনভ্যান আটকে বিক্ষোভ করেন তাঁর অনুসারীরাফাইল ছবি
বাংলাদেশের হিন্দুদের রক্ষায় জাতিসংঘের সহায়তা কামনা করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সেই সঙ্গে জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবি করে কাল মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১০ ডিসেম্বর বাংলাদেশসহ সারা পৃথিবীর হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে এবং চিন্ময় দাসের মুক্তির প্ল্যাকার্ড–সংবলিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার (পোস্ট) অনুরোধ জানিয়েছে জোট।আজ সোমবার সন্ধ্যায় জোটের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্টের পাশাপাশি বুধবার প্রার্থনার দিনক্ষণ নির্ধারণ করা হয়। বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে প্রতিটি মন্দিরে চিন্ময় দাসের মুক্তি কামনায় গীতাপাঠ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।