1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাপের কামুরে মারা গেলেন বৃদ্ধা সালেহা বেগম, মানিকগঞ্জে আ’লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও, মাদকের বিরুদ্ধে নিউজ করায় সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক মামুনকে নিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ, খুলনা-৫ ধানের শীষের সম্ভাব্য কাণ্ডারী আলী আজগর লবীর সাংবাদিকদের সাথে মতবিনিময়, মডেল মসজিদগুলো মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভুমিকা রাখবে ধর্ম উপদেষ্টা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ ও বেআইনি কারাদণ্ড দেয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ র‍্যালি চাঁদা না দেওয়ায় পুকুরপাড়ের অর্ধশত গাছ কাটলেন ইউপি সদস্য সংস্কার,লোপাট ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, নরসিংদির বাজারে মাধবদীতে ভয়াবহ অগ্নিকান্ড, ইলিশের মূল্য নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন,

লামায় শ্যালকের পিটুনিতে আহত দুলাভাইের মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

লামায় শ্যালকের পিটুনিতে আহত দুলাভাইের মৃত্যু

মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু লামাঃ লামা উপজেলায় মদ খাওয়াকে কেন্দ্র করে শ্যালকের পিটুনিতে আহত ভগ্নিপতি(দুলা ভাই) ধুংচিং মং মার্মা (৪০) চার দিন পর নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উহ্লামং মেম্বার পাড়ায়।

নিহত ধুংচিং মং মার্মা লামা সদর ইউনিয়নের মেরাখোলা মার্মা পাড়ার বাসিন্দা মৃত অংথোয়াই অং মার্মার ছেলে।

এ দিকে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য উহ্লামং মার্মা জানান,আহত ধুংচিং মং মার্মা (৪০)কে বৃহস্প্রতিবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কিন্তু চমেকে না নিয়ে লামায় নিয়ে আসার সময় ইয়াংছা নাকস্থানে আসলে বৃহস্পতিবার বিকেলে মারা যান ধুংচিং মং মার্মা।

হামলাকারী ভগ্নিপতি মংচুইসা মার্মা(৩১) উহ্লামং মেম্বার পাড়ার বামং মার্মার ছেলে।

এলাকাবাসী সূত্র জানায়, ধুংচিং মং মার্মা ও মংচুইসা মার্মা সম্পর্কে শ্যালক- দুলাভাই হয়। গত রবিবার মদ খাওয়াকে কেন্দ্র করে শ্যালক মংচুইসা মার্মার সাথে দুলাভাই ধুংচিং মং এর সাথে বাকবিডান্ড হয়। এক পর্যায়ে শ্যালক মংচুইসা মার্মা ক্ষিপ্ত হয়ে দুলা ভাই ধুংচিং মং মার্মাকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক ধুংচিং মং মার্মাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন চিকিৎসায় থাকার পর তার অবস্থা অবনতি হলে সকালে চমেকে রেফার করে। কিন্তু চমেকে না নিয়ে লামায় নিয়ে আসার সময় ইয়াংছা নাকস্থানে আসলে বৃহস্পতিবার বিকেলে ধুংচিং মং মার্মা মারা যান।

ধুংচিং মং মার্মার মৃত্যুর খবর পেয়ে শালা মংচুইসা মার্মা পালিয়ে গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, নিহত ধুংচিং মং মার্মার লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট