নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু , বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার এলাকার রাবার বাগনের পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধাবর (২৯ জানুয়ারি) বিকালে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের টিভি টাওয়ার রাবার বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে রাবার বাগানের সংলগ্নে খাদে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র কর্মকর্তা ওসি মো. মাসরুরুল হক এর নির্দেশে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র কর্মকর্তা (ওসি) মো.মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে আনা হয়েছে। তবে নাম ঠিকানা এখনো জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।