ফুলতলায় চৌদ্দ মাইলে প্রাইভেট কার ও সিএনজি সংঘর্ষে নিহত ১ /আহত ৮/ শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা,! খুলনা ফুলতলায় প্রাইভেটকার ও সিএনজির মধ্য সংঘর্ষে মোঃ হাফিজুর রহমান (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৭ জন, শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে ফুলতলা উপজেলার বেজের ডাঙ্গা চৌদ্দ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে, নিহত হাফিজ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আনসার আলী আকনের ছেলে, আহতরা হলেন, ফুলতলা যুগ্নিপাশার মোহাম্মদ তপু ইসলাম ( ২৮) অভয় নগরের পোড়াখালী এলাকার ফারুক ( ৩৫) এবং তার স্ত্রী শিরীন( ৩০) ও দুই সন্তান মেহেদী হাসান ( ১০) ও রুজাইয়া ( ৭) খুলনার আব্দুল কুদ্দুসের ছেলে আসলাম (৫) কুষ্টিয়ার আলমের ছেলে আকাশ (২৮) ও অভয়নগর নগরের কৃষ্ণ,কুমার পালের ছেলে সৌলিক ( ১২)