1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের, ঢাকা মেডিকেল কলেজ রুগীদের করুন অবস্থার যানজট নিরসনে ( দ্রুত বাস্তবায়ন যোগ্য ) আমাদের প্রস্তাবসমূহ, ইসরাইলি পণ্য বয়কটের দাবীতে শুক্রবার 25এপ্রিল খুলনা ডাকবাংলা মোড় বাংলাদেশ হেফাজত মজলিস পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, লামায় হাতির আক্রমণে নারী শ্রমিকের মৃত্যু খুলনার ফুলতলায় অবস্থিত “আইয়ান জুট মিলস লিঃ” এর শতাধিক শিশু ও বয়স্করা সম্প্রতি “জসিম ফাউন্ডেশন সিড স্কুল” খুলনা জেলার নিয়ম কানুন মেনে চালাতে হবে ইজিবাইক। পুলিশ কমিশনার, রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধনে, প্রসাদপুরে শেষ হলো ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন দিনদুপুরে মোটরসাইকেলের গতি রোধ করে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, খুলনা,

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৫ আটক ৫ জন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৫ আটক ৫ জন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৪৮) ও তার প্রতিপক্ষ ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়া (৫৫) তিনি একই গ্রামের মিছির আলীর ছেলে।

নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রামের একটি বসতবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়া ও তার ভাতিজা ইনসান মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আজাদ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

পরে প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার ওপর হামলা চালিয়ে দেশীয় বলম দিয়ে আঘাত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দ তাবারক নিয়া বলেন তারা দুজন চাচা ভাতিজা তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা ছিল এলাকার কয়েকজন সরদার সাবেক মেম্বার আবুতালেব টাকার বিনিময়ে ন্যায্য বিচার না করে প্রতিপক্ষকে দুর্বল করার জন্য বিভিন্ন কৌশলে ঝগড়াঝাঁটি লাগিয়ে রাখে যার ফলে আজকের এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সরাইল সার্কেল তপন সরকার বলেন সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এবং জানতে পেরেছি দুজন মারা গিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে আমরা এখন পর্যন্ত চারজন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি আমাদের এই সরাসরি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট