খুলনায় রূপসা নদীতে নৌকাবাইচ দেখতে দুই পাড়ে মানুষের ঢল,!শেখ শহিদুল ইসলাম মিঠু খুলনা ফুলতলা,!বেলা গড়াতেই খুলনার রূপসা নদীর দুই পাড়ে ভিড় করতে শুরু করেছেন মানুষ,কারণ প্রায় তিন বছর পর নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ,আজ দুপুরে বেলা একটার দিকে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা,তারুন্যর উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবেএ প্রতিযোগিতার আয়োজন করেছে খুলনা বিভাগীয় প্রশাসন, ১১ বছরের নাতিকে নিয়ে প্রতিযোগিতা দেখতে এসেছেন শফিকুল ইসলাম,রুপসার পশ্চিম পাড়ে কাস্টমস ঘাট এলাকায় কথা হয় তার সঙ্গে,তিনি বলেন, বর্তমান ছেলেমেয়েরা নৌকাবাইচ সম্পর্কে কিছু জানে না,তারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে,অথচ নৌকা বাইচ ছিল আমাদের খুশির বড় উৎসব,কোন জায়গায় নৌকাবাইচ হবে শুনলে সেখানে দলবল নিয়ে চলে যেতাম,নৌকাবাইচ কেমন তাই দেখতে নাতিকে নিয়ে আইছি,আয়োজকেরা বলেন, প্রতিযোগিতার অংশ নিচ্ছে খুলনা অঞ্চলের বিভিন্ন প্রান্তের অন্তত ১০টি নৌকা,এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই,স্লোগানকে সামনে রেখে এই নৌকাবাচই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, বাইচ হবে খুলনার ১ নম্বর কাস্টমস ঘাট থেকে খানজাহান আলী সেতু (রুপসা সেতু) পর্যন্ত গতকাল মঙ্গলবার নৌকা বাইচ আয়োজন উপলক্ষে আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজের সঙ্গে যুক্ত রাখতে এবং খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, ফিরোজ সরকার বলেন, নৌকাবাইচ আব্হমান বাংলার সংস্কৃতি একটি অংশ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসবটি আজ প্রায় যেতে বসেছে, বিভাগীয় প্রশাসন খুলনার উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচে প্রথম স্থান অর্জনকারী দলকে ৭৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে ৫০ হাজার টাকা, ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে,