1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
বজ্রপাতে প্রাণ গেল ১০ জনের, ঢাকা মেডিকেল কলেজ রুগীদের করুন অবস্থার যানজট নিরসনে ( দ্রুত বাস্তবায়ন যোগ্য ) আমাদের প্রস্তাবসমূহ, ইসরাইলি পণ্য বয়কটের দাবীতে শুক্রবার 25এপ্রিল খুলনা ডাকবাংলা মোড় বাংলাদেশ হেফাজত মজলিস পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল, লামায় হাতির আক্রমণে নারী শ্রমিকের মৃত্যু খুলনার ফুলতলায় অবস্থিত “আইয়ান জুট মিলস লিঃ” এর শতাধিক শিশু ও বয়স্করা সম্প্রতি “জসিম ফাউন্ডেশন সিড স্কুল” খুলনা জেলার নিয়ম কানুন মেনে চালাতে হবে ইজিবাইক। পুলিশ কমিশনার, রূপগঞ্জে যুবদল নেতা শান্ত সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধনে, প্রসাদপুরে শেষ হলো ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন দিনদুপুরে মোটরসাইকেলের গতি রোধ করে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, খুলনা,

স্মৃতি বিজড়িত ৪০ বছরের বাড়ি থেকে অবৈধভাবে উচ্ছেদ করেছিল স্বৈরাচারী হাসিনা,

  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

স্মৃতি বিজড়িত ৪০ বছরের বাড়ি থেকে অবৈধভাবে উচ্ছেদ করেছিল স্বৈরাচারী হাসিনা, (শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা,) স্মৃতি বিজড়িত ৪০ বছরের বাড়ি থেকে ( ২০১০ সালে) বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করা, প্রথম স্বৈরাচারী কাজ শেখ হাসিনা সরকারের, তাকে বাড়ি থেকে বের করতে ব্যবহার করা হয়েছিল, কিছু দুষ্কৃতকারী অর্থলোভী নর পিচাষকে, আর ব্যবহার করা হয়েছিল, কিছু অর্থলোভী মিডিয়াকে, বাংলাভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে, যারা সেদিন বাড়ি থেকে বের করতে গিয়েছিলেন, তাদের মধ্য একজনকে বলতে শোনা যায়, বের হতে না চাইলে তাকে কোলে করে নিয়ে আসো, বেগম খালেদা জিয়া তখন বলে ছিলেন, আদালতের রায় (২৯ তারিখে) তোমরা কেন দরজা ভাঙাচো, কিন্তু শেখ হাসিনা সরকার তখন বেগম খালেদা জিয়াকে, বাড়ি থেকে বের করে, দেবার স্বপ্নে বিভোর, স্বৈরাচারী সরকার, কিছু কিছু মিডিয়া সেদিন তার উল্টোটা প্রচার করেছিলেন,! কোন সাংবাদিক লিখেছিল হয়তোবা, কেড়ে নেয়া হয়েছিল তার কলম, সেদিন তাকে বাসা থেকে বের করে দেওয়ার প্রস্তুতি চলছিল, সেদিন বেগম খালেদা জিয়া তার বেডরুমে ছুফায় বসেছিলেন, হঠাৎ করে গেটে উচ্ছেদ কারী দল হাজির হয়ে বলেছিলেন আমরা উচ্ছেদ করতে এসেছি, তখন বলতে সোনা যায়, বেগম খালেদা জিয়াকে, সুপ্রিম কোর্টের রায় আশা পর্যন্ত অপেক্ষা করতে,বেগম খালেদা জিয়া বলেছিলেন আপনারা অপেক্ষা করুন, তখন উচ্ছেদ কারী দল বলেন আমরা বেশি কথা বলতে চাই না আপনাকে এখনই বের হতে হবে, বেগম খালেদা জিয়া তখন বলেছিলেন, সুপ্রিম কোর্টের ২৯ তারিখ পর্যন্ত আমার অনুমতি আছে, রায় দিবে ২৯ তারিখে, সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে উচ্ছেদকারী দল কোন কথা শুনতে রাজি নয়, আপনাদের মনে থাকার কথা গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন আমাকে তারা, অপমান ও দুর্ব্যবহার, করে অন্যায় ভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, অভিযানের সময় ধারণ করা সেই ভিডিওতে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে উচ্ছেদ অভিযানের থাকা এক নেতৃত্ব কারী বলছে বের হতে না চাইলে তাকে কোলে তুলে নিয়ে আসো যাও উনাকে টেনে নিয়ে আসো, তখনই তার বেডরুমের দরজা ভেঙ্গে ফেলা হয়, পরবর্তীতে নির্ধারিত কয়েকটি গণমাধ্যমে অপ্রীতিকর কিছু নাটকের মঞ্চ তৈরি করা হয়, সেগুলো আবার ঢালাওভাবে প্রচার করা হয় মিডিয়াতে, বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার পর স্বৈরাশাসক শেখ হাসিনা কে বলতে শোনা যায় আইনি মোকাবেলায় তাকে উচ্ছেদ করা হয়েছে কিন্তু পতনের আগের বছর যুক্তরাজ্য সফরে তার ভাষণে স্বৈরাশাসক হাসিনা কে বলতে শোনা যায় ,তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে, নিজ মুখে বলেন, বহু আগে ওয়াদা করেছিলাম, যদি কোনদিন সময় পাই, সেদিন খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করব, এটা অত্যাচারী হাসিনার নিজ মুখের ভাষণ যুক্তরাজ্যে, আমাদের নতুন প্রজন্মের সেদিনের ইতিহাস জানা প্রয়োজন, সেদিন কতটা নিষ্ঠুরতার সাথে ক্ষমতা অপব্যবহার করা হয়েছিল, হয়,তোবা সেদিন গণভবনে বসে বেগম খালেদা জিয়ার অসহায়ত্ব তা ভিডিওর মাধ্যমে দেখছিলেন , কিন্তু ১৪ বছরের মাথায় নিজে তার থেকে অনেক অনেক গুন যন্ত্রণা অপমান ঘৃণা নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলেন, ক্ষমতা কাউকে স্থায়িত্ব ভাবে ভোগ করতে দেয় না, আমাদের সবার জানতে হবে জানাতে হবে বুঝতে হবে,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট