বান্দরবান জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দলের নেতৃবৃন্দের উদ্যোগে লিফলেট বিতরণ।মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু বান্দরবান প্রতিনিধিঃ আজ৭/২/২০২৫ তরিখ বান্দরবান জেলা বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দলের উদ্যগে লামা উপজেলায বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করা হয। লিফলেট বিতরণ করেন বান্দরবান জেলা তাতীদলের সভাপতি শ্যামল তংচংগ্যা নাজাপ্রু সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম হারুন সাংগঠনিক সম্পাদক মংসিনু মার্মা লামাউপজেলা বাংলা দেশ জাতীযতাবাাদী তাতী দলের সভাপতি৷ ফজরআলী সাধারণ সম্পাদক আবুল হাসেম পৌর তাতী দলের সভাপতি নুর আলম প্রমূখ। বান্দরবান জেলার তাতী দলের সভাপতি বলেন ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি ভারপ্রাপ্তচেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্হাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার উপর জোরালো ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের উপর জোর দাবী জানিয়ে বক্তব্যের ইতি টানেন।