হারানো বিজ্ঞপ্তি, হারিয়ে যাওয়া বাচ্চা ছেলে সন্তান পাওয়া যায় তাহাকে দামোদর ফুলতলা উপজেলা দামোদর ২ নাম্বার ইউনিয়ন ৯ নাম্বার ওয়ার্ডের রাজু নামের একজন এই বাচ্চা টি রাস্তা দিয়ে কান্না করতে করতে চলছে তখন রাজু নামে ছেলেটি সঙ্গে করে মাছুদ গাজী দোকান সামনে আনে তখন ছোট বাচ্চা ছেলে টি কে নাম ঠিকানা জিজ্ঞেসা করলে তাহার নাম বলেন আমার নাম আবদুল্লা আর পিতার নাম বলেন আলমগীর মাতার নাম আফরুজা বলছেন আর বাড়ির ঠিকানা বলেন যশোর গুবিনাথপুর গ্রামে সে তাহার পরিবারের সকলেই মশিয়ারী গ্রামে ঠিকানা বলেন, এটা শুনে অনুসন্ধানের বিল্লাল হোসেন ও রাসেল ফারাজী সহ বিভিন্ন ধরনের অনুসন্ধানে চালিয়ে তাহার ছেলে সন্তান শিশু বাচ্চা নাম আবদুল্লা কে তাহার পরিবারের তাহার মা ও তাহার পরিবারের নিকটে বুঝি দিয়া হয়েছে এটা দৈনিক আমাদের দেশের খবর ও আন্তজাতিক প্রেস ক্লাব ও জিএনবাংলা টিভি চ্যানেল এর টিমের সহযোগিতায় করছেন খুব দূরত্বে সমাধান করা যায়।