ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে আসার আহ্বান নাহিদ কে,সারজিস!
(শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা)
সারজিস আলম বলেন আমাদের গণঅভ্যুত্থানের আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলামকে, অনুরোধ জানান, ক্ষমতার চেয়ার থেকে, জনতার চেয়ারে এসে বসার জন্য, সারজিস আলম বলেন, আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি, গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেবার জন্য, তিনি আরো বলেন মিডিয়া থেকে বিভিন্ন এমন অনেক মহল রয়েছেন যারা আমাদের মাধ্যমে বিভাজন ঘটানোর চেষ্টা করছেন, বিভিন্ন পদের বিপরীতে, বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকম তথ্য বা নিউজ ছড়াচ্ছেন, স্পষ্ট করে একটা কথা বলি যেকোনো একটা পদের বিপরীতে এই নতুন দলে অভ্যুত্থানের দলের যদি ২০ সহযোদ্ধা থাকে, তারপরও আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে কিন্তু দলের প্রশ্নে আমাদের মধ্যে বিন্দুমাত্র বিভেদ হবে না, সবচেয়ে যোগ্য ব্যক্তিকে ওই পদে বসিয়ে বাকিরা হয় অন্য পদে যাবে, না হয় প্রয়োজন নেই, এখন প্রয়োজন হচ্ছে কাজ করা, আমি একটি কথাই বলতে চাই,পদ আমাদের আগামীর পথচলা নির্ধারণ করবে না, আমাদের কাজ নির্ধারণ করবে, বাংলাদেশে রাজনৈতিক দল অসংখ্য ছিল কিন্তু, স্বৈরাচারী হাসিনা এই ছাত্র জনতার নেতৃত্বে দেশ ছেড়ে পালিয়েছেন, আমরাও ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনাকে দেশছাড়া করতে আবার উপস্থিত আছি, এবং আপনাদের আমাদের বহু কাঙ্খিত দলের য়ে ব্যানার সেই ব্যানারে এসে আমরা এই কাজটি করব, আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আসতে যাচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম যিনি এই অভ্যুত্থানের ঘোষক আমরা আমাদের জায়গা থেকে, তাকে আমরা আহ্বান জানিয়েছি, যেন পুরো বাংলাদেশকে আবার আমরা রাজপথে একসঙ্গে প্রথম সাড়িতে থেকে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম যেন ওই মন্ত্রণালয়ের তার পদ ছেড়ে জনতার কাতারে এসে দাঁড়ায়, আমরা বিশ্বাস করি যাদের কাছে ক্ষমতার চেয়ে জনতার আগে ছিল তারা জনতার ডাকে যে কোন মুহূর্তে যে কোন ক্ষমতার পদ ছেড়ে জনতার কাতারে আসতে পারে, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে এক রেখে আমরা নতুন একটি রাজনৈতিক দল করতে যাচ্ছি,