1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
খুলনায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে শহিদ স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত, সাপের কামুরে মারা গেলেন বৃদ্ধা সালেহা বেগম, মানিকগঞ্জে আ’লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও, মাদকের বিরুদ্ধে নিউজ করায় সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক মামুনকে নিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ, খুলনা-৫ ধানের শীষের সম্ভাব্য কাণ্ডারী আলী আজগর লবীর সাংবাদিকদের সাথে মতবিনিময়, মডেল মসজিদগুলো মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভুমিকা রাখবে ধর্ম উপদেষ্টা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধ ও বেআইনি কারাদণ্ড দেয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ র‍্যালি চাঁদা না দেওয়ায় পুকুরপাড়ের অর্ধশত গাছ কাটলেন ইউপি সদস্য সংস্কার,লোপাট ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, নরসিংদির বাজারে মাধবদীতে ভয়াবহ অগ্নিকান্ড,

বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

মোঃমেহেরাজ উদ্দিনমিন্টু বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান-কেরানী হাট সড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় একজন ট্রাক ড্রাইভার ও একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সড়কটির মানুরটেক ও বিশ্ববিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শামসুল মিয়া (৩৯) ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার হাসেম আলীর ছেলে।অপর মোটরসাইকেল আরোহী হোসেন মিয়া (৫০) বান্দরবান সদর উপজেলার গোয়ালীয়া খোলা এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জামালপুর থেকে চিনি বহনকারী একটি ট্রাক বান্দরবান যাওয়ার পথে বান্দরবান-কেরানিহাট সড়কের মানুরটেক নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে গিয়ে দূর্ঘটনা কবলিত হয়। এ সময় ট্রাকটির নিচে চাপা পড়ে শামসুল মিয়া। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে বান্দরবান হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সড়কটির সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় বিপরীতগামী একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী হোসেন মিয়াসহ আরও দুই জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দুর্ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেন এবং নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, বান্দরবান কেরানিহাট সড়কে একদিনেই দুটি মালবাহী ট্রাক উল্টে গিয়েছে আর দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট