ফুলতলা,পায় গ্রামে কিশোর গ্যাংয়ের ইয়াসিন মীর,হাতে ফয়ছাল শেখ,জখম ,
নিজস্ব প্রতিবেদন, দৈনিক আমাদের দেশের খবর, পর্ব ১/
খুলনা ফুলতলা পায়গ্রাম কসবা ২, নং ওয়ার্ডের কিশোর গ্যাংয়ের একাধিক অপরাধের, প্রধান মির ইয়াসিন (১৮)পিতা,মির ইসরাফিল হোসেন রাজু, মীর ইয়াছিন দীর্ঘদিন যাবত পায় গ্রাম কসবা সহ বিভিন্ন এলাকায় চুরি সহ দেশীয় অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় মাস্তানি করে আসছে, পিতার অবৈধ টাকার উৎস টাকায় স্বৈরাচারী আমলে একাধিক মামলা থাকার পরও স্বৈরাচারী নেতাদের ম্যানেজ করে, চলতো, যখন যে দল থাকে, টাকার বিনিময় তাদের ম্যানেজ করে গ্রামে বসেই সকল অপরাধ চালিয়ে যাচ্ছে, ৫ আগস্ট এর পর আবারো, গ্রামে বসেই তার অপরাধের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, পিতার অবৈধ টাকার, গরমে ইয়াসিন কিশোর গ্যাং গড়ে তোলে, বৃহস্পতিবার রাতে সাড়ে ৯,টার দিকে কিশোর গ্যাংয়ের মির ইয়াছিনের হাতে, ফয়সাল শেখ কে মারাত্মক ভাবে জখম করে, তাকে ফুলতলা নতুনহাট হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে, পর্ব ২