নিখোঁজের পর নদীতে মিলল যুবকের লাশ
নিউজ ,দৈনিক আমাদের দেশের খবর, ।অমলেন্দু সরকার শ্রীপুর
মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদীতে নিখোঁজের একদিন পর রাহাত আনুমানিক (১৮)বছর নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল)সকালে উপজেলার নাকোল ইউনিয়নের মাঝাইল মান্দারতলা গড়াই নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ। মোঃ রাহাত মাগুরা সদর ইউনিয়নের ভিটাশাইর রকিব মোল্লার ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়,রাহাত ছাত্র ছিলেন। গত ৩ এপ্রিল দুপুরে কামারখালী ব্রিজের নিচেই তিন বন্ধু গোসল করতে যায় মোঃ রাহাত,মোঃ মিনহাজ ও মোঃ হুসাইন সবাই মাগুরা সদর উপজেলার ভিটাশাইর গ্রামের বাসিন্দা।নদীতে নেমে রাহাত ও মিনহাজ সাঁতার কাটছিলেন। সাঁতার কাটা অবস্থায় রাহাত পানিতে ডুবে যায়।পরে ফায়ার সার্ভিস,স্থানীয় জেলে ও সাধারণ মানুষ অনেক খোঁজাখুজি করেও কোনো সন্ধান পাওয়া যায় নি।
পরদিন শুক্রবার সকালে গড়াই ব্রিজের দ্বিতীয় পিলারের নিকট মৃত দেহটি ভেসে ওঠে। মৃত দেহটি মাঝাইল মান্দারতলা গ্রামের ইসহাক শেখ দেখতে পেয়ে থানা পুলিশকে জানালে তারা গিয়ে মৃত দেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রীস আলী বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং