খুলনা, ডুমুরিয়া উপজেলার বড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন প্রচার প্রচারনা, নিউজ দৈনিক আমাদের দেশের খবর, বিশেষ প্রতিনিধি মোঃ আতিকুর গোলদার, এর তথ্যের নিউজ, সম্পাদক পদে সকলের দোওয়া সমার্থক নিয়ে মাঠে খান এবাদূল।। দীর্ঘ ১৭বছর বুকে চাপা ব্যথাকে দূর করে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যাচ্ছেন, খুলনা ডুমুরিয়া উপজেলার বড় বাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা ডা: নূরুল ইসলাম। আজ মোং্গোল বার সমিতির অস্থায়ী কার্যলয়ে মনোনয়ন পত্র ছাটাই বাছাই করে চলতি মে মাসের ২৯ তারিখে ভোটের দিন ধার্য করেন। ঘোষণার পর পরেই ভোটার রা তাদের নিজ নিজ চয়েস ও পছন্দের প্রার্থীদের নিয়ে বাজারে হাড্ডা হাড্ডি লড়াইয়ে মেতেছেন। ৬১৪ জন ভোটার এ বাজার সমিতির সদস্য আছেন বলে জানিয়েছেন উপদেষ্টা ডা নূরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে খান এবাদূলকে নতুন মুখ হিসেবে বিজয়ী করে, অবহেলিত ডুমুরিয়া বড় বাজারকে একটি রোল মডেল বাজার হিসেবে দেখতে চান উৎসুক উৎফুল্ল ভোটাররা।