1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
স্বৈরাচারী সরকারের পালিত প্রতারকের, মিথ্যা মামলার নির্যাতন, হত্যা মামলার আসামী স্বদেশ ও ওসমান বাহিনীর সহযোগী রাহামনি প্রকাশ্যে খুলনা খানজাহান আলী থানা লাটেক্স পিছনে  অজ্ঞাতনামা যুবকের লা/শ উদ্ধার. কয়রায় ধান ক্ষেতে বিদ্যুৎস্পর্শে যুবকের মর্মান্তিক মৃত্যু: খুলনা ফুলতলা রেলওয়ে স্টেশন চত্বর বাংলাদেশ জামায়াতে ইসলামি বিশাল ভোটার সমাবেশ, খুলনা ২ নং কাস্টমস ঘাটে ঘরে ঢুকে যুবকের মাথায় গুলি, খুলনা ২ নং কাস্টমস ঘাটে ঘরে ঢুকে যুবকের মাথায় গুলি, পিআর পদ্ধতির নির্বাচনসহ ৫ দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের মানববন্ধন, এইচএসসিতে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাশ, লামায় বেসরকারি ক্লিনিক ও ফার্মেসিতে অভিযান, অর্থদন্ড

লামা হসপিটালে প্রথম সাপে কামড়ানো রোগীর চিকিৎসা, 

  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

লামা হসপিটালে প্রথম সাপে কামড়ানো রোগীর চিকিৎসা,  নিউজ, দৈনিক আমাদের দেশের খবর,

মোঃ মেহেরাজউদ্দিন মিন্টু লামাঃ বিষধর সাপে কামড়ানো মৃত্যু পথযাত্রী রোগী চাইনসোয়ে মার্মা (২২) লামা হাসপাতালের ডাক্তারদের চিকিৎসায় এই যাত্রায় বেঁচে গেলেন। লামা হাসপাতালের (UH&FPO) ডাঃ শোভন দত্ত, ডাঃ মোঃ সোলেমান (RMO), মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফরহাদ উদ্দিন এবং দায়িত্বরত নার্সদের যৌথ প্রয়াসে ছেলেটির জীবন রক্ষা পায়। সে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের (রেপারপাড়া মন্নান মেম্বার পাড়া সংলগ্ন) থোয়াইনচিং হেডম্যান পাড়ার উচিমং মার্মার ছেলে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শোভন দত্ত জানান, রোগীর পরিবার জানতোই না তাকে সাপে কামড় দিয়েছে। ০৪ জুন ২০২৫ইং রাত ২টায় থেকে গলায় ব্যথা ও বার বার অবচেতন হয়ে যাচ্ছিল। মুর্মূর্ষ অবস্থায় বুধবার সকাল ৭টায় তাকে লামা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত উপসহকারী মেডিকেল অফিসার তাকে ভর্তি দেয়। সকাল ১০টায় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোলেমান রুটিন ডিউটিতে গিয়ে তার শারীরিক অবস্থা ও উপস্বর্গ দেখে বুঝতে পারেন তাকে সাপে কেটেছে। পরে রোগীর পরিবারকে তার বিছানার আশপাশে খুঁজে দেখতে বলে। পরে রোগীর বিছানার বালিশের নিচে চাইনসোয়ে মার্মাকে কামড়ানো বিষধর সাপটি মৃত অবস্থায় পাওয়া যায়। তারপর আমরা সাপে কাটার চিকিৎসা শুরু করি। ততক্ষণে তার হৃদপিণ্ড প্রায় ৭০% বন্ধ হয়ে গিয়েছিল।

ডাঃ মোঃ ফরহাদ উদ্দিন বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা একজন এনেস্থেসিওলজিস্ট। তিনি রোগীকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেয়ার ১০ মিনিট পর হার্ড চালু হয়। সাথে সাথে ইন্টিউবেশন (লাইভ সাপোর্ট) দেয়া হয়। সে আমাদের কাছে পরিপূর্ণ আইসিও সেবা পেয়েছে। পরে তাকে অ্যান্টিভেনোম, অ্যাড্রেনালিন, এট্রোপিন দেয়া হয়। মাত্র একজন সাপে কামড়ানো রোগীর অ্যান্টিভেনোম ছিল হাসপাতালে।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোলেমান জানান, লামা উপজেলা হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসা এই প্রথম দেয়া হয়েছে। যদিও রোগীর বিপদমুক্ত তারপরেও উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে লাইভ সার্পোটে চট্টগ্রাম রেফার করছি।

  1. তিনি আরো বলেন, দুঃখের বিষয় হল আমরা সাপের কামড়ের চিকিৎসা দিতে গেলে তার পরিবারের লোকজন বাধা দেয়। তাকে সিপিআর ও ইন্টিউবেশন দিতে অপারগতা প্রকাশ করে। পরে অনেক বুঝিয়ে এবং রোগী যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল তখন চিকিৎসা করার সুযোগ দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট