অবশেষে খুলনার আলোচিত এসআই সুকান্ত গ্রেপ্তার,
নিউজ, দৈনিক আমাদের দেশের খবর,
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা,
অবশেষে পুলিশের সেই আলোচিত উপ পরিদর্শক (এসআই) সুকান্ত দাস কে গ্রেফতার করা হয়েছে,
বৃহস্পতিবার ( ২৬ জুন) দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজ কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে,,
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) খন্দকার হোসেন মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন,
কেএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বার্তায় জানানো হয়েছে, এসআই (নিরস্ত্র) সুকান্ত কুমার দাস কে খুলনা সদর থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে,
সরকারি কর্মচারী গ্রেফতার সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করে তাকে কোর্টে চালান দেওয়ার লক্ষ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে,
এর আগে গত মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ জনতা এসআই সুকান্ত কে আটক করে খান জাহান আলী থানায় সোপর্দ করে, কিন্তু রাতেই থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়, এর প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত কে এমপি সদর দপ্তর ঘেরাও করে কমিশনার সহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ রাখে, তারা কেএমপি কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হালদারের অপসারণ দাবি করেন, এইচএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনা করে রাত পৌনে ৯,টায় বিক্ষোভকারীদের কর্মসূচি স্থগিত,করেন