খুলনা-৫ ধানের শীষের সম্ভাব্য কাণ্ডারী আলী আজগর লবীর সাংবাদিকদের সাথে মতবিনিময়,
নিউজ, দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন,বিশেষ প্রতিনিধি,
আতিকুর রহমানঃ
খুলনা-৫ ফুলতলা-ডুমুরিয়া অঞ্চলের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ খুলনা-২ ও সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলী আজগর লবী আজ দুপুর ১২ টায় ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ফুলতলা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
সভায় ফুলতলা-ডুমুরিয়া অঞ্চলের কৃষক ও মৎস চাষীদের আয়ের প্রধান উৎস বিল ডাকাতিয়ার দীর্ঘ্য দিনের সমস্যা পানি নিস্কাশন, নির্বাচন কেন্দ্রীক জামায়াতে ইসলামীর সাথে তাদের সম্পর্ক, নির্বাচন পরবর্তি সাধারণ জনগণের সাথে তার অবস্থান, বন্ধকৃত জুট মিলগুলা চালুর বিষয়ে তার চিন্তাধারা সহ সাংবাদিকদের অসংখ্য প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনারা শুনে থাকবেন পানি নিস্কাশনের জন্য জাপান থেকে ইতিমধ্যে ১ টা পানি নিস্কাশন মেশিন ইতিমধ্যে স্থাপন করা হয়েছে এবং আর একটি প্রক্রিয়াধীন। একটা সিন্ডিকেট মূলত এই সমস্যার মূল কারন। যত দ্রুত সম্ভব তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যদি ছোট-খাটো কোনো সমস্যা থাকে সেটা স্থানীয় নেতাদের নিয়ে সমাধান করা হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সহিত আমাদের সুসম্পর্ক বজায় থাকবে, কারন আমরা সহিংসতা ও হত্যার রাজনীতিতে বিশ্বাসি না। তাছাড়া খুলনা-৫ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী গোলাম পরওয়ার তার সাথে অতীত থেকেই আমার খুব ভালো সম্পর্ক। আমি মনে করি সেই সম্পর্ক বজায় রেখেই আমরা যার যার জায়গা থেকে পরিচ্ছন্ন ভাবে নির্বাচন কর্মকাণ্ড পরিচালনা ও সম্পন্ন করবো।
তিনি আরো বলেন, আমি মনে করি আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, আমার চাওয়া-পাওয়ার আর কিছু নাই। আমি শুধু জনগণের পাশে থেকে সেবা করে যেতে চাই এটাই আমার একমাত্র ইচ্ছা। জনগণ এখন আমাকে যেভাবে পাচ্ছে ভবিষ্যতেও পাবে। আর আমি যে কথা বা প্রতিশ্রুতি গুলা দিচ্ছি সেটা যে বিএনপি ক্ষমতায় গেলে শুরু করবো বিষয়টা এমন নয়, যেগুলা সম্ভব আমি এখন থেকেই আপনাদের সাথে নিয়ে সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ড সম্পন্ন করবো।
বন্ধকৃত জুট মিল প্রসঙ্গে বলেন, আমি ইতিমধ্যেই পাট ব্যবসায়িদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি। প্রয়োজনে এই সমস্ত বেসরকারী জুট মিলের প্রতিনিধিদের সাথে কথা বলে দ্রুত কিভাবে মিলগুলা সক্রিয় করা যায় তার ব্যবস্থা গ্রহন করবো।
সর্বশেষে সাংবাদিকদের দাবী ফুলতলা উপজেলায় একটি সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট, যা তিনি অতি স্বত্ত্বর তৈরী করে দেবার অঙ্গিকার ব্যক্ত করেন।