মাদকের বিরুদ্ধে নিউজ করায় সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক মামুনকে নিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ,
নিউজ, দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন, বিশেষ প্রতিনিধি,আতিকুল হোসেন বাবু,
সম্প্রতি খুলনা ফুলতলার ৩ নং জামিরা ইউনিয়ন এর চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ করে মাদক সংক্রান্ত তথ্য ও হত্যা সংঘটিত পূর্বের তথ্য প্রকাশ হওয়ার পর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা সু-পরিকল্পিত ভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে জাতীয় দৈনিক ঢাকার ডাকের বিশেষ প্রতিনিধি মোঃ আল মামুন কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালায় একদল কুচক্রী মহল বা মাদক ব্যবসায়ী।
এসকল বিষয়ে খুলনার আঞ্চলিক দৈনিক জন সংলাপের প্রকাশক ও সম্পাদক মোঃ আল মামুনের নজরে আসলে স্থানীয় ফুলতলা থানা তে অভিযুক্ত চারজনের নামে একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়, যা তদন্তনাধীন। অভিযুক্তরা হলো আলম সরদার, পিতা- আহাদ আলী সরদার, সাং- টোলনা, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা, তরিকুল মোল্লা, পিতা- হোসেন মোল্লা, সাং- পিপরাইল, ফুলতলা, খুলনা, আসারুল শেখ, পিতা- মোঃ আফসার শেখ, সাং- জামিরা, ফুলতলা, খুলনা, আরমান মোল্লা, পিতা- আলম মোল্লা, সাং- ডাউকোনা, ফুলতলা, খুলনা অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় আরেক মাদক ব্যবসায়ী শহিদুল, পিতা- মৃত মোহাম্মদ গাজী জাতীয় দৈনিক ঢাকার ডাকের জোনাল অফিসে স্ব-শরীরে উপস্থিত হইয়া বয়ান দেন বলে জানাযায়।
যে বয়ানে জামিরা ইউনিয়নের জামিরা গ্রাম ও পিপরাইল গ্রামের সকল মাদক ব্যবসায়ীদের নামও সে উল্লেখ করে।পাশাপাশি সম্প্রতি সুমন হত্যার নেপথ্যে থাকা আলম সরদার, পিতা- আহাদ আলী সরদারের ব্যাপারেও চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন, যে সকল তথ্য দৈনিক জন সংলাপ ও জাতীয় দৈনিক ঢাকার ডাকের জোনাল অফিসের সিনিয়র সাংবাদিক মোঃ আল মামুন গোপন ক্যামেরায় রেকর্ড করেন এবং সেটি পরবর্তীতে প্রচার মাধ্যমে প্রকাশিত হলে স্থানীয় মাদক ব্যবসায়ীরা সুপরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজস্ব আইডি থেকে মিথ্যা তথ্য প্রচার করতে থাকে। এ সকল বিষয় নিয়ে সিনিয়র সাংবাদিক মোঃ আল মামুনের মানহানি হওয়ায় সিনিয়র সাংবাদিক মোঃ আল মামুন স্থানীয় থানা ফুলতলাতে ৫/৭/২০২৫ ইং তারিখ রোজ শনিবার উপস্থিত হইয়া চারজন কে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগটি তদন্তাধীন অবস্থায় আছে।
তবে স্থানীয় মাদক ব্যবসায়ী তরিকুল, পিতা- হোসেন মিস্ত্রি, সাং- পিপরাইলের ব্যাপারে খোঁজখবর নিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে মাদক সন্ত্রাস তরিকুল এলাকাতে যুবসমাজকে ধ্বংসের নীল নকশায় নেমেছে। প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার টাকা মূল্যের ইয়াবা বিক্রয় করার তথ্য দিয়েছে ওই এলাকার সাধারণ জনগণ। মাদক ব্যবসায়ী তরিকুলের ইয়াবা বিক্রয়ের মূল সহযোগী একই এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারী বাইজিদ, পিতা- ইজহার মহলদার বলে জানাযায়।
সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে বাইজিদ ও তরিকুল কে মিস্ত্রি মুশা শেখের বাসগৃহের পাশে ইয়াবা সেবনরত অবস্থায় ফুলতলা থানার সাব-ইন্সপেক্টর সাইফুল তাদেরকে হাতেনাতে ইয়াবাসহ ধরে ফেলে। পরবর্তীতে উত্তম মাধ্যম দেয়ার পর নাকে খর দিয়ে ইয়াবা সেবন ও বিক্রয় না করার প্রতিশ্রুতিবদ্ধ হয়। কিন্তু পরবর্তীতে আবারও এই বাইজিদ এবং মাদক ব্যবসায়ী তরিকুল তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকার মানুষ এদের জন্য অতিষ্ঠ হয়ে গেছে।
জামিরার ৯ নং ওয়ার্ডের মাদক সম্রাট আশারুল অভয়নগর বাগদাহ এলাকা হতে প্রায় সময় রাতের আঁধারে ও ভোর রাতে বাদাহ গ্রামের চিহ্নিত মাদকের গডফাদারের নিকট হতে গাজা ক্রয় করে জামিরা এলাকা সহ ডুমুরিয়ার বেশ কয়টি স্থানে সরবরাহ করে থাকে বলে এলাকার জনগণ জানান। আশারুলের অন্যতম মাদক বিক্রয় দাতা হল শাহিদুল, পিতা- মৃত মোহাম্মদ গাজী ও তার স্ত্রী রিয়া খাতুন। এলাকার বিভিন্ন মাদক সেবনকারীদের কাছে এরা দুইজন স্বামী-স্ত্রী মিলে মাদক বিক্রয় করে বলে অভিযোগ তুলেছে অত্র এলাকা জনগণ।
আশারুল এর বিরুদ্ধে মাদক আইনে কয়েকটি মামলা রয়েছে। মাদক সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় ফুলতলা থানার পুলিশের একজন সাব-ইন্সপেক্টর কে আঘাত করার অভিযোগে বেশ কিছুদিন পূর্বে র্যাব-৬ এর বিশেষ টিম মাদকসম্রাট আশারুল কে গ্রেফতার করে নিয়ে যায়।
সাংবাদিক মামুনের করা মামলায় আরমান মোল্লা, পিতা- আলম মোল্লা এই সকল চিহ্নিত মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামিরা খবর নামে একটি ফেসবুক আইডিতে সাংবাদিক মামুন কে ঘিরে ২০১৪ সালে ফ্যাসিস্ট হাসিনার করা একটি রাজনৈতিক মামলার ছবি কপি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টায় লিপ্ত রয়েছে ।
পাশাপাশি মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তিকর প্রচারে নামার অভিযোগে আরমান মোল্লা, পিতা- আলম মোল্লার বিরুদ্ধে আইসিটি আইনে একটি মামলা হয়েছে। এ ব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ বিল্লাল হোসেনের সঙ্গে বাদী সাংবাদিক আল মামুন দফায় দফায় কথা বলছেন এবং দোষীদের কে আইনের আওতায় এনে নির্দিষ্ট শাস্তির দাবি জানিয়েছেন। কেননা এ সকল মাদক ব্যবসায়ী ও সহযোগীদের শাস্তির আওতায় না আনতে পারলে সমাজের শৃঙ্খলা ভেঙ্গে পড়বে পাশাপাশি মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠার পাশা পাশি সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করবে। নিউজ দৈনিক আমাদের দেশের খবর, সঠিক তথ্যের অনুসন্ধানের সঠিক নিউজ, পর্ব ১/