সাপের কামুরে মারা গেলেন বৃদ্ধা সালেহা বেগম,
নিউজ,দৈনিক আমাদের দেশের খবর,
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে মারা গেলেন বৃদ্ধা সালেহা বেগম ।মেয়ের বাড়িতে বেড়াতে এসে সর্প দংশনে অসুস্থ হয়ে পড়েন সালেহা বিবি (৫০)। বাড়ির লোকজন টের পেয়ে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। কিন্তু তাতে কোন কাজ হয়নি। পরে তাকে নেয়া হয় দূর্গাপুর স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু ততক্ষণে বৃদ্ধা সালেহা বিবির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পরে । চিকিৎসকের ভাষ্যমতে হাসপাতালে নেয়ার পথেই মারা যান ওই বৃদ্ধা।
সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটার পর দুপুর ১২টার দিকে মারা যান সালেহা বিবি। বৃদ্ধা সালেহা বিবির বাড়ি উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে। সপ্তাহখানেক আগে তিনি বেড়াতে যান পৌর এলাকার বরিদ বাঁশাইল গ্রামে তার মেয়ের বাড়িতে।
স্বজনরা জানান, সকালে বাড়ির উঠানে মেয়েকে সাংসারিক কাজে সাহায্য করছিলেন সালেহা বিবি। এ সময় একটি বিষাক্ত গোখরা সাপ হঠাৎ তাকে দংশন করে। ঘটনার পর স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝার ঝাড়ফুঁক করার পরও ওই বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয় এক সাপুড়ে এসে বিষধর গোখরা সাপটি ধরে ফেলে। সোমবার বিকেল সাড়ে ৬টার দিকে পারিবারিক কবরাস্থানে সালেহা বিবির দাফন সম্পন্ন হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জহুরুল হক মিরুন।মেয়ের বাড়ীতে বেড়াতে এসে জীবন দিতে হলো সাপের কামুড়ে ।