1. news@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর : দৈনিক আমাদের দেশের খবর
  2. info@www.dainikamaderdesherkhobor.online : দৈনিক আমাদের দেশের খবর :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
স্বৈরাচারী সরকারের পালিত প্রতারকের, মিথ্যা মামলার নির্যাতন, হত্যা মামলার আসামী স্বদেশ ও ওসমান বাহিনীর সহযোগী রাহামনি প্রকাশ্যে খুলনা খানজাহান আলী থানা লাটেক্স পিছনে  অজ্ঞাতনামা যুবকের লা/শ উদ্ধার. কয়রায় ধান ক্ষেতে বিদ্যুৎস্পর্শে যুবকের মর্মান্তিক মৃত্যু: খুলনা ফুলতলা রেলওয়ে স্টেশন চত্বর বাংলাদেশ জামায়াতে ইসলামি বিশাল ভোটার সমাবেশ, খুলনা ২ নং কাস্টমস ঘাটে ঘরে ঢুকে যুবকের মাথায় গুলি, খুলনা ২ নং কাস্টমস ঘাটে ঘরে ঢুকে যুবকের মাথায় গুলি, পিআর পদ্ধতির নির্বাচনসহ ৫ দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের মানববন্ধন, এইচএসসিতে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজে শতভাগ পাশ, লামায় বেসরকারি ক্লিনিক ও ফার্মেসিতে অভিযান, অর্থদন্ড

যশোর ঝিকরগাছা থানার, চোরাকারবারীর সঙ্গে আঁতাত, ২ পুলিশ কর্মকর্তা ক্লোজড

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

যশোর ঝিকরগাছা থানার, চোরাকারবারীর সঙ্গে আঁতাত, ২ পুলিশ কর্মকর্তা ক্লোজড ,অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন উপপরিদর্শক (এসআই) রাজু ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়ালিদ। নিউজ, দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন, নিউজ -খুলনা বিভাগের বূরো চীফ -শহিদুল ইসলাম মিঠু /

এর আগে এসআই রাজু ও এএসআই ওয়ালিদের বিরুদ্ধে বহুবিধ অভিযোগ উঠেছিল। এমনকি তারা সাদা পোশাকে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে চোরাকারবারীদের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায় করতেন।

পুলিশ জানায়, যশোরের ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজারের ইলেকট্রনিক পণ্য ব্যবসায়ী চোরাকারবারি সাইফুল ইসলামের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে চোরাই মোবাইল ফোন আটককের পর ছেড়ে দেন। এই অপরাধে এসআই রাজু ও এএসআই ওয়ালিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দেয়।

গত ১৫ আগস্ট ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজারের সাইফুল ইসলামের দোকানে অভিযান চালায় শার্শা ও ঝিকরগাছা থানা পুলিশ। এ সময় তার দোকানে তল্লাশি করে ৫৩টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করে তারা। স্থানীয় বিএনপিনেতা লেন্টু হাজির মধ্যস্থতায় পুলিশ দুটি মোবাইল ফোন নিয়ে সাইফুলকে ছেড়ে দেয় এবং উদ্ধার হওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে যায়। এ ব্যাপারে ঝিকরগাছা ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযানের বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করেছিলেন।

পুলিশ সুপার ঘটনাটি জানতে পেরে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে গত রোববার দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেলের নেতৃত্বে ডিবি পুলিশ ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজারের সাইফুলের মোবাইল ফোনের দোকানে অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলামকে আটক এবং তার স্বীকারোক্তিতে বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক সাইফুল ইসলামকে আদালতে সোপর্দ করা হলে ভারতীয় চোরাই মোবাইল ফোন বিক্রির কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

আজ বৃহস্পতিবার দুপুরে এসআই রাজুর সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমি ঢাকায় কোর্টে হাজিরা দিতে এসেছি। তবে ক্লোজড সম্পর্কে আমি কিছু জানি না। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যাড অপস.) আবুল বাশার জানান, ভারতীয় চোরাই মোবাইল ফোন আটকের পর ছেড়ে দেওয়ার অপরাধে দুইকে ক্লোজড করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট