
তিন দফা প্রকৌশল শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ,
নিউজ দৈনিক আমাদের দেশের খবর প্রতিদিন।
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যুরো প্রধান খুলনা,
তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বুধবার দুপুরে দুইটার দিকে পুলিশের সঙ্গে প্রকৌশল এর সংঘর্ষ শুরু হয়, পুলিশ টিয়ারশেল , সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে,
এর আগে বেলা সোয়া ১১,টার দিকে শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা, এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, অবরোধের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়,
প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলো,
১, ইঞ্জিনিয়ারিং ৯,ম গ্রেড বা সহকারি প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে, এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে, কোটা মাধ্যমে কোন পদোন্নতি নয়, এমনকি, অন্যনামে সমমান পথ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না,
২, টেকনিক্যাল ১০,ম গ্রেড বা উপ সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে,
৩, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রী ব্যতীত প্রকৌশলী পদবী ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনে পদক্ষেপ নিতে হবে, নন এত্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স গুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে,lEB- BAETE এক্রিডেশনের আওতায় আনতে হবে,