
সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরামের ঢাকা কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের দেশের খবর এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক আনিসুজ্জামানেরওপরে হামলা ও হত্যা করা চেষ্টা করছেন ও মারার হুমকি দেন রুহুল আমিন, এস টি ডিপার্টমেন্ট স্টোর,স্বত্বাধিকারী সাটিরপারা,নরসিংদী সদর,নরসিংদী। এই দোকানে টিসিবির মালামাল বিক্রি করে আর মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি করা ভিডিও ধারন করতে গেলে তাহাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেও।পরবর্তিতে আবার ভিডিও করতে গেলে টাচস্ক্রীন মোবাইল ছিনিয়ে নেয়। যার নম্বর ০১৪০০০৫৬২৭৫,আমি তাহার শাস্তি দাবি করছি। পাশাপাশি সকল সাংবাদিক ভাই বোনদের এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।